মুন্সীগঞ্জের সিরাজদিখানে শিয়ালের কামড়ে দুই গ্রামের নারী-পুরুষ ও শিশুসহ ২১ জন আহত হয়েছেন। এতে ওই দুই গ্রামে আতঙ্কে বিরাজ করছে।
গত শুক্রবার (২৪ অক্টোবর) থেকে সোমবার (২৭ অক্টোবর) পর্যন্ত ৪ দিনে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপর গ্রামে ৮ জন ও কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামে ১৩ জনসহ মোট ২১ জন শিয়ালের কামড়ে আহত হন। আহতরা সিরাজদিকান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকার মহাখালীতে চিকিৎসা নিয়েছেন।
কেয়াইন ইউনিয়নের ইসলামপুর গ্রামের আহতরা হলেন- অহেদুল বেপারী (৪৮), মুখলেস (৫২), কুদ্দুস (৪৪), মাজেদা বেগম (৬০), তালহা (৯), ঝুনু (১০), আব্দুল্লাহ (১৭), জরিনা বেগমসহ (৬৫) মোট ১৩ জন।
রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামের আহতরা হলেন- ফরিদা পারভীন (৪০), আয়েসসহ (২) মোট ৮ জন।
শিয়ালের ভয়ে মানুষ এখনো আতঙ্কে দিন পার করছেন। কেউ কোথাও গেলে লাঠি রাখছেন সঙ্গে। ভয়ে অনেকে বাড়ি থেকেই কম বের হচ্ছেন। বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিও কমে গেছে।
এ বিষয়ে মধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মান্নান শেখ জানান, গত কয়েকদিনে গ্রামে বন্য শিয়ালের কামড়ে আহত হয়েছে অনেকেই। হঠাৎ আক্রমণে আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে। শিয়ালের আতঙ্কে আমার স্কুলে শিক্ষার্থীর উপস্থিতিও কমে গেছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে অভিভাবকদের সচেতন করে শিক্ষার্থীদের স্কুলে পাঠানোর জন্য অনেুরোধ করছি।
কেয়াইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলায়েত হোসেন রাজু বলেন, আমার এলাকায় নারী-শিশুসহ মোট ১৩ জন শিয়ালে কামড়েছে। আহতরা ঢাকায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে সবাই আতঙ্কের মধ্যে আছে।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, আমাদের এখানে ৩ জন আসছিলেন, তারা ভ্যাকসিন নিয়েছেন। ওই এলাকা ঢাকার কাছে হওয়ায় বাকিরা ঢাকায় চিকিৎসা নিয়েছেন।
মুন্সীগঞ্জে শিয়ালের কামড়ে ১২ জন হাসপাতালে