ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাজীপুরে প্রশাসনের সঙ্গে মতবিনিময়

‘সাংবাদিকরা সত্য প্রকাশ করায় পার্শ্ববর্তী দেশে থেকে গুজব কমেছে’

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:১৬ পিএম
 
পার্শ্ববর্তী দেশ থেকে অনেক সময় গুজব রটানো হয় বলে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাংবাদিকরা সত্য প্রকাশ করায় সেই গুজব অনেকটাই কমে গেছে। গুজব ঠেকাতে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।
 
বুধবার (৫ নভেম্বর) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসবমুখর। এর জন্য প্রশাসন কাজ করে যাচ্ছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি, স্থানীয় সমস্যা ও করণীয় বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
 
তিনি আরও বলেন, গাজীপুর একটি শিল্পাঞ্চল। এখানে নানা এলাকা থেকে মানুষ আসে জীবিকার সন্ধানে। তাদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখা এবং আইনশৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমাদের সমাজের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি ও মাদক। এই দুটিকে সমাজ থেকে দূর করতে হলে সবাইকে সচেতন হতে হবে। মাদক এখন গ্রামে-গঞ্জে ছড়িয়ে পড়েছে। সবার সহযোগিতা ছাড়া এটি রোধ করা সম্ভব নয়।
 
গাজীপুরে চাঁদাবাজি ও ঝুট ব্যবসা সংশ্লিষ্ট নানা সমস্যার কথাও উল্লেখ করেন তিনি বলেন, এখানে চাঁদাবাজ রয়ে গেছে, এদের কীভাবে নিয়ন্ত্রণ করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।
 
পুলিশ সংকট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, গাজীপুরে অতিরিক্ত সাড়ে ৬০০ পুলিশ মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সময় এ সংখ্যা আরও বাড়ানো হবে।
আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জামিন দেওয়া আদালতের এখতিয়ার। কেউ জামিনে মুক্তি পেয়ে অপকর্ম করলে তাকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় আনা হবে। আদালত সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে।
 
উপদেষ্টা বলেন, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোরও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে। নির্বাচন কমিশন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কাজ করলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে।
 
নিষিদ্ধ ঘোষিত একটি দলের অনলাইন কর্মসূচি বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এদের মিথ্যা প্রচারণা সাংবাদিকদের সত্য প্রতিবেদন প্রকাশের মাধ্যমেই থামানো সম্ভব। সাংবাদিকদের সহযোগিতায় তাদের কার্যক্রম অনেকটাই কমে গেছে।
NJ
আরও পড়ুন