যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন বাণিজ্যিকভাবে ফুলচাষের জন্য বিখ্যাত। এবার গদখালীতে চাষ হয়েছে যুক্তরাষ্ট্রের ‘নন্দিনী’ ফুল।
নন্দিনী চাষের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানায়, দেখতে গোলাপের মতে ‘নন্দিনী’ ফুল প্রায় ৪৫ রঙের হয়ে থাকে। তবে বাংলাদেশে ঝড় বৃষ্টি ও প্রচণ্ড গরম বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগেও এটি অক্ষত থাকে। এই ফুলের উৎপত্তিস্থল যুক্তরাষ্ট্র। তবে এর মান ও বিস্তৃতি বাড়াতে বিস্তর গবেষণা হয়েছে জাপানে।
পানিসারা গ্রামে দুই শতক জমিতে ‘নন্দিনী’ ফুলের চাষ করেছেন মিন্টু সরদার। এর মধ্যে কয়েক রঙের নন্দিনী ফুল ফুটেছে। একটি গাছে একটি করে ডাঁটা (স্টিক), প্রতি ডাঁটায় ৮ থেকে ১০টি কুঁড়ি রয়েছে।
চাষী মিন্টু সরদার বলেন, সাড়ে তিন হাজার চারা রোপণ করেছি। এর মধ্যে কিছু চারা মারা গেছে। এর মধ্যে থেকে প্রায় তিন হাজার গাছে ফুল পাওয়া যাবে বলে আশা করছি। প্রতিটি স্টিক ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি করা হবে। চারাসহ প্রায় ২ লাখ টাকার মতো খরচ হয়েছে। প্রথম বছরেই ছয় লাখ টাকার ফুল বিক্রির আশা করছি। নন্দিনী ফুল গাছের চারা একবার রোপণ করে দুইবার ফুল পাওয়া যায়।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মোশাররফ হোসেন জানান, মোট চাহিদার ৮০ ভাগ ফুলই উৎপাদিত হয় ফুলের রাজধানীখ্যাত গদখালীতে। প্রায় ছয় হাজার চাষি দেড় হাজার হেক্টর জমিতে বাণিজ্যিকভাবে ১৫ ধরনের ফুলের চাষ করে থাকেন। এবার নতুন করে যোগ হলো দৃষ্টি নন্দন নন্দিনী ফুল।