ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ফের পুকুর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার

আপডেট : ২২ এপ্রিল ২০২৫, ০৮:৪৪ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে পুকুর থেকে একদিনের ব্যবধানে আবারও ৩৮ পিস রামদা ও হাসুয়াসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল ৯ টার দিকে শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামের জনৈক বিল্লাল গাজীর পুকুর থেকে বস্তায় ভর্তি এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এর আগে সোমবার (২০ এপ্রিল) একই এলাকার উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সাবের মিস্ত্রির পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩৪ পিচ হাসুয়া ও রামদা উদ্ধার করা হয়। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্যামনগর পৌর সদরের নকিপুর গ্রামের বেল্লাল গাজীর পুকুর থেকে পরিত্যক্ত বস্তায় ভর্তি ৩৪ পিস হাসুয়া ও ৪ পিস রামদাসহ ৩৮ পিচ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পুকুরে রামদা ও হাসুয়া গুলো কে বা কারা রেখেছিল সে তথ্য উদঘাটনে অনুসন্ধান চলছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, পুকুরের মধ্যে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রগুলো কে বা কারা রেখেছে সে তথ্য উদঘাটনে পুলিশের অনুসন্ধান চলছে। নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

AA/AHA
আরও পড়ুন