ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মেহেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জনস্বাস্থ্য প্রকৌশলীসহ নিহত ২

আপডেট : ২৫ জুন ২০২৫, ০৪:৫৮ পিএম

মেহেরপুর শহরের বনবিভাগের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গাংনী উপজেলা জনস্বাস্থ্য  প্রকৌশলী ও এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

বুধবার (২৫ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মেহেরপুর গাংনী উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের সহকারী প্রকৌশলী মো. এ কে এম মাহফুজুর রহমান (৪৭) এবং মেহেরপুর সরকারি কলেজের ছাত্র মো. আকমল হোসেন (২০)। 
মাহফুজুর গহরপুর গ্রামের বাসিন্দা এবং আকমল শেখপাড়া গ্রামের মাবু মিরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মধ্যে জেলা বনবিভাগের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

AHA
আরও পড়ুন