ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চুয়াডাঙ্গায় অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

আপডেট : ০২ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম

প্রতিনিধি, চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিওভুক্তির পাঁচ দফা দাবিতে শিক্ষক ও প্রতিবন্ধী শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দেশের ১ হাজার ৭৭২ টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়কে এমপিওভুক্তির দাবি করা হয়।

এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও সমাজ কল্যাণ উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এসময় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাকিম মোহাম্মদ জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক শিরিনা আখতার উপস্থিত ছিলেন।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত প্রতিবন্ধী বিশেষ শিক্ষা প্রতিষ্ঠানসমূহ সমাজের পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের মূলস্রােতধারায় অন্তর্ভুক্ত করতে বিশেষ ভূমিকা পালন করছে, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পূনর্বাসনে এ বিদ্যালয়গুলোর অবদান অসামান্য, কেন্দ্রীয়ভাবে পরিচালিত সরকারের বিশেষ কাঠামোর মধ্যে এই প্রতিষ্ঠানগুলোকে আনতে ২০০১ সালে ও ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘বিশেষ শিক্ষা নীতিমালা ’ প্রণয়ন করে, ২০ ডিসেম্বর ২০২০ সালে সমাজকল্যাণ মন্ত্রণায়লয় প্রতিবন্ধী বিদ্যালয়সমূহকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও এমপিওভুক্তির প্রজ্ঞাপন জারি করে এবং অনলাইনে আবেদন গ্রহণ শুরু করে, উক্ত প্রজ্ঞাপনের আওতায় ২ হাজার ৭৪১ টি প্রতিষ্ঠান আবেদন করে। যার প্রাথমিক যাচাই-বাছাই করে এক হাজার ৭৭২টি বিদ্যালয়কে চূড়ান্তভাবে গ্রহণ করা হয়।

MMS
আরও পড়ুন