ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দৌলতপুরে তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ

আপডেট : ২১ জুলাই ২০২৫, ০৭:২৪ পিএম

কুষ্টিয়া দৌলতপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন ও কটূক্তির প্রতিবাদে কুষ্টিয়ার দৌলতপুরে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে উপজেলা সেচ্ছাসেবক দল।

রোববার (২০ জুলাই) বিকালে উপজেলা বাজার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শেষ হয় থানা বাজারে এসে। পরে সেখানে সংক্ষিপ্ত পথ সভায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীমের সভাপতিত্বে ও সদস্য সচিব আসাদুল হক আসাদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা বিএনপি'র সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা।

এসময় উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আসাউল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

প্রধান অতিথির বক্তব্যে, রেজা আহমেদ বাচ্চু মোল্লা বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির নেতাকর্মীদের কটূক্তির তীব্র প্রতিবাদ জানিয়ে নিজ দলের নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার নির্দেশ দেন।

AHA
আরও পড়ুন