চুয়াডাঙ্গায় চোরাই রুপাসহ আটক ২

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১০:০৭ এএম

চুয়াডাঙ্গার ভারত সীমান্তবর্তী দর্শনা থেকে প্রায় ১১ কেজি ওজনের অবৈধ ভারতীয় দানাদার রুপা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুই চোরাকারবারীকে আটক করা হয়।

শনিবার (২৬ জুলাই) দুপুর দেড়টার দিকে দর্শনা পৌরসভার আজিমপুরের সরকারি খাদ্য গুদামের পিছনে ব্যক্তি মালিকানাধীন একটি গুদামে এ অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি।

আটককৃতরা হলেন, দর্শনার পুরাতন বাজারের ইকরামুল হকের ছেলে রাজিউল ইসলাম (৩৭) ও আনোয়ারপুরের জামাল উদ্দিনের ছেলে সাগর আলী (২১)।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, গোপনে খবর পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে ভারতীয় দানাদার রুপাভর্তি একটি কাগজের কার্টুন উদ্ধার করা হয়। ওই কার্টুনের ভেতর থেকে ১০ দশমিক ৮৩৮ কেজি ওজনের অবৈধ রুপা জব্দ করা হয়। যার বাজার মূল্য ২৬ লাখ ৫১ হাজার ৯৫৮ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল নাজমুল হাসান বলেন, আটক চোরাকারবারীদের বিরুদ্ধে দর্শনা থানায় মামলা ও আটককৃতদের থানায় হস্তান্তরের পাশাপাশি জব্দ করা রুপা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।