ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঝিনাইদহে সাপের কামড়ে মুহুরির মৃত্যু

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০৪:১৬ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে সাপের কামড়ে হাসিবুল হাসান জনি (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মৃত জনি উপজেলা মোল্লাকুয়া গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলে। তিনি ঝিনাইদহ আদালতে মুহুরির কাজ করতেন।
 
নিহতের প্রতিবেশী স্কুল শিক্ষক আব্দুস ছালাম জানান, সোমবার (৪ আগস্ট) রাতে নিজঘরে ঘুমিয়ে ছিলেন জনি। ঘুমের মধ্যে বিষধর সাপে তার কানে কামড় দেয়। এ সময় টের পেয়ে তিনি পার্শ্ববর্তী গ্রাম সুবিতপুরে এক ওঝার কাছে ঝাড়ফুক নিয়ে বাড়ি এসে আবার শুয়ে পড়ে। 

পরে জনি আরো অসুস্থ্য হয়ে পড়লে মঙ্গলবার (৫ আগস্ট) ভোর সাড়ে ৫টায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখান থেকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপতালে পাঠিয়ে দেন। সেখান যাওয়ার পথে আজ সকাল ৭টার দিকে তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শিশির কুমার সানা জানান, রাতে ডাক্তার আব্দুল্লাহ আল মামুন দায়িত্বে ছিলেন। রোগীর অবস্থা শেষ পর্যায়ে পৌঁছালে পরিবার তাকে হাসপাতালে এনেছিলেন। হাসপাতালে আনার পর রোগীকে এন্টিভেনম দেওয়া হয়। কিন্তু রোগীর অবস্থা খারাপ থাকায় তাকে যশোর ২৫০ শয্যা মেডিকেল কলেজ হাসপতালে রেফার্ড করেন।

NJ
আরও পড়ুন