সাতক্ষীরায় পশ্চিম সুন্দরবন রেঞ্চের অভয়ারণ্য থেকে ৫ জেলেকে আটক করেছে বন বিভাগ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভোররাতে কাঁচিকাটা অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ৩টি নৌকা।
আটকরা হলেন- শ্যামনগর উপজেলার টেংরাখালি গ্রামের রবিউল ইসলাম, আশিকুর রহমান, আব্দুল কাদের, মোস্তফা গাজী ও আবুল বাসার।
সাতক্ষীরা রেঞ্চের সহকারী বন সংরক্ষক মো. ফজলুল হক জানান, পহেলা সেপ্টেম্বর থেকে বন বিভাগ থেকে অনুমতিপত্র নিয়ে সুন্দরবনের ভেতরে থাকা নদী ও খালে মাছ ধরছেন জেলেরা। আটক বনজীবীরা অবৈধভাবে সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় প্রবেশ করে। সেখান থেকে তাদের আটক করা হয়েছে।
সেই সঙ্গে জব্দ করা হয়েছে ৩টি নৌকা এবং বিভিন্ন প্রজাতির ৩০ কেজি মাছ। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
জেলেদের জালে ধরা পড়লো ১৮ কেজির বৃগেট 