ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শৈলকুপায় সাপের কামড়ে কলেজছাত্রের মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৪:১৫ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে হৃদয় হোসেন নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১২ অক্টোবর) রাতে উপজেলার আউশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
মৃত হৃদয় হোসেন ওই গ্রামের মিল্টন বিশ্বাসের ছেলে। সে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের ছাত্র ছিল।

স্থানীয়রা জানান, রাতে নিজ ঘরের বিছানায় ঘুমিয়ে ছিল হৃদয়। সে সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। টের পেয়ে রাতেই শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তাকে এন্টিভেনম দেওয়া হয়।
এন্টিভেনম দেওয়ার পরও তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। কুষ্টিয়ায় নেওয়ার পর আজ ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় হৃদয়। 

শৈলকুপায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, খবর পেয়েছি সাপের কামড়ে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে মৃত্যু হয়েছে। পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
NJ
আরও পড়ুন