শেরপুরের ঝিনাইগাতীতে জরায়ু ক্যান্সার প্রতিরোধে হিউম্যান পেপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়ার পর ২০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তারা উপজেলার হাসলিবাতিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
রোববার (২৭ অক্টোবর) বিকেলে তারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। রাতে সাতজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
অভিভাবক ও হাসপাতাল সূত্র জানায়, রোববার বেলা ১১টার দিকে এইচপিভি টিকা শিক্ষার্থীদের দেওয়া হয়। স্কুল ছুটির পর ওই শিক্ষার্থীরা বাড়িতে গেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে তাদেরকে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এর মধ্যে সাতজনের অবস্থা খারাপ হলে শেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
শেরপুর জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসক মেডিকেল অফিসার আফরোজা আক্তার জাহান বলেন, আসলে টিকার সমস্যা আছে নাকি টিকা দেওয়ায় সমস্যা হয়েছে, তা দেখা হচ্ছে। এটা হতে পারে কোনো একজন অসুস্থ বোধ করছে। বা তার শরীর কোনো কারণে খারাপ ছিল। পরবর্তীতে এটায় তাদের মাঝে আতঙ্ক তৈরি হয়েছে যে টিকার জন্য এমন হচ্ছে। এ কারণে অনেকে আতঙ্কে অসুস্থ হয়ে পড়তে পারে। তবে আমি এখন পর্যন্ত তাদের মাঝে সাইম সিমটম পায়নি। তাদেরকে পর্যবেক্ষণ রাখা হয়েছে।
শেরপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. হুমায়ুন আহমেদ নূর বলেন, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দিচ্ছি। আশা করছি, খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।
