ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

স্তন ক্যান্সার সচেতনতা দিবস, বছরে আক্রান্ত ১৩ হাজার

আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০১:৫৪ পিএম

আজ ১০ অক্টোবর। পালিত হচ্ছে ১২তম স্তন ক্যান্সার সচেতনতা দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য হলো-‘স্তন ক্যান্সার চাই দ্রুত নির্ণয়,পরিপূর্ণ চিকিৎস’। দিবসটি উপলক্ষে বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রায় ৬০ সংগঠন দেশের বিভিন্ন অঞ্চলে নানা কর্মসূচি হাতে নিয়েছে।

জানা গেছে, নারীদের স্তন ক্যান্সার নিয়ে সচেতন করার জন্যই প্রতি বছর অক্টোবর মাসকে বিশ্বব্যাপী স্তন ক্যান্সার সচেতনতার মাস হিসেবে উদযাপন করা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে,বিশ্বে প্রতি আট জনে একজন নারী স্তন ক্যান্সারে আক্রান্ত। আর বাংলাদেশের নারীরা যেসব ক্যান্সারে আক্রান্ত হন তারমধ্যে স্তন ক্যান্সারে আক্রান্ত সংখ্যায় বেশি।

ক্যান্সার নিয়ে আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবোক্যানের তথ্য অনুযায়ী,নীরব ঘাতক স্তন ক্যানসার। প্রতি বছর বাংলাদেশে প্রায় ১৩ হাজার নারী নতুন করে আক্রান্ত হন। যার ৯০ শতাংশই নারী। আর এর মধ্যে মাত্র ১০ থেকে ১৫ শতাংশ রোগী স্ক্রিনিংয়ের আওতায় আসেন। মারা যান প্রায় আট হাজার। আক্রান্তের তুলনায় মৃত্যুহার অত্যন্ত উদ্বেগজনক।

RA/FI
আরও পড়ুন