‘হাত ধোয়ার নায়ক হোন’ এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ধোবাউড়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি এবং হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একই সাথে স্কুল শিক্ষার্থীদের হাত ধোয়ার পদ্ধতি শেখানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নুসরাত জাহান অনন্যা, ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার, মেডিক্যাল অফিসার মাসুদ রানা ও জনস্বাস্থ্য প্রকৌশলী রহিদুজ্জামান রনি প্রমুখ।
