ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

পদ্মায় ভেসে এলো মৃত ডলফিন

ছবিটির সূত্র ধরে বন বিভাগের কর্মকর্তারা বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী নগরের তালাইমারী ফুলতলা ঘাট থেকে পশ্চিম দিকে পদ্মা নদীর পানির কাছে মরা ডলফিনটি খুঁজে পান।

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, ০৯:১৯ এএম

রাজশাহীর পদ্মার তীরে ভেসে এসেছে অপ্রাপ্তবয়স্ক মৃত ডলফিন। শুক্রবার (২৫ এপ্রিল) সকালে রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. আলাউদ্দিন তার ফেসবুকে ডলফিনটির ছবি আপলোড করেন।

ছবিটির সূত্র ধরে বন বিভাগের কর্মকর্তারা বিকেল সাড়ে ৫টার দিকে রাজশাহী নগরের তালাইমারী ফুলতলা ঘাট থেকে পশ্চিম দিকে পদ্মা নদীর পানির কাছে মরা ডলফিনটি খুঁজে পান।

প্রাথমিকভাবে তাদের ধারণা, প্রায় তিন ফুট লম্বা ডলফিনটির বয়স এক বছরের মধ্যে। কোনো নৌযানের প্রপেলারের আঘাতে অন্তত দুই দিন আগে ডলফিনটির মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ভেনম রিসার্চ সেন্টারের সহকারী গবেষক ও প্রশিক্ষক বোরহান বিশ্বাস বলেন, রাজশাহীতে এর আগে জালে আটকা পড়ে মারা যাওয়া ডলফিনের নজির রয়েছে। তবে এই প্রথম কোনো ডলফিনের প্রপেলারের আঘাতে মৃত্যুর ঘটনা সামনে এলো। হালদা নদীতে প্রপেলারের আঘাতে ইরাবতী ডলফিনের মৃত্যুর অনেক রেকর্ড থাকলেও পদ্মা নদীতে এমন ঘটনা নতুন। এটি ‘জাঙ্গেও শুশুক’ বা নদী ডলফিন প্রজাতির। পরিবেশ ও প্রতিবেশ রক্ষায় এই ডলফিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির বলেন, মৃত ডলফিনটি গবেষণাগারে নেওয়ার উপযুক্ত অবস্থায় নেই। তাই পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

RA
আরও পড়ুন