বগুড়ায় মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি পদপ্রার্থী শ্রমিক লীগ নেতা আনোয়ার হোসেনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার সমর্থকদের বিরুদ্ধে। শনিবার ( ৩ মে) সন্ধ্যায় শহরের চারমাথা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেন বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা যুবলীগের সাবেক সহসভাপতি আমিনুল ইসলামের চাচা। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আনোয়ার হোসেনকে মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনী কার্যালয় থেকে আটক করে পুলিশ পিকআপে তুলছিল। এ সময় তার সমর্থকেরা পুলিশ সদস্যদের ঘিরে ফেলেন এবং পরে তাকে ছিনিয়ে নিয়ে যান। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থল ত্যাগ করে।
তবে আনোয়ারের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে দাবি করেন শ্রমিকরা। তাদের ভাষ্য, কিছু ‘শিক্ষার্থী’ পরিচয় দেওয়া লোকের চাপে পুলিশ তাকে আটক করে। পরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ সেখান থেকে সরে যায়।
বগুড়া সদর থানার ওসি এস এম মঈনুদ্দিন বলেন, মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে কয়েকজন প্রার্থীর বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক আইনের মামলার অভিযোগ রয়েছে। এ কারণে নজরুল ইসলাম নামের একজন প্রার্থীকে গ্রেপ্তার করা হয়। আনোয়ার হোসেনের বিষয়ে খোঁজ নিতে গেলে শ্রমিকেরা তাকে পুলিশের কাছ থেকে নিয়ে যান। পরে দেখা গেছে, তার বিরুদ্ধে বর্তমানে কোনো সক্রিয় মামলা নেই। ২০২১ সালে একটি বিস্ফোরক মামলা থাকলেও সেই মামলায় তিনি জামিনে আছেন।
