ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে বন্ধ 

আপডেট : ০৭ আগস্ট ২০২৫, ০২:১১ পিএম

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে ফিল্মের সরবরাহ না থাকায় ২ সপ্তাহে ধরে এক্স-রে সেবা বন্ধ রয়েছে। এতে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম ভোগান্তিতে। বাধ্য হয়ে অনেকেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে অতিরিক্ত টাকা দিয়ে এক্স-রে করাতে বাধ্য হচ্ছেন।

বুধবার (৭ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, এক্স-রে কক্ষের সামনে নোটিশ টানানো আছে 'এক্স-রে ফিল্ম সরবারহ না থাকায় এক্সে সেবা বন্ধ রয়েছে'।

সেখানে অপেক্ষমাণ বেশ কয়েকজন রোগী ও তাদের স্বজন ক্ষোভ প্রকাশ করে জানান, স্বল্পমূল্যে সেবা পাওয়ার আশায় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছিলেন। কিন্তু এক্স-রে ফিল্ম না থাকায় সেবা না পেয়ে বাধ্য হয়ে পাশের বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বেশি টাকা খরচ করে এক্স-রে করাতে হচ্ছে। সরকারি হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ একটি সেবা বন্ধ থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের রোগীরা। কেউ কেউ আর্থিক সামর্থ্য না থাকায় এক্স-রে না করিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছেন।

জোতদৈবকী এলাকার মুনজুর রহমান মিঠু ও চর লালপুরের আজমিরা বেগম বলেন, ডাক্তার এক্স-রে করতে বলার পর এক্স-রে কক্ষে গেলে বলা হলো ফিল্ম নেই। পরে ধার করে এক আত্মীয় থেকে কাছের এক বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ৮৫০ টাকা দিয়ে এক্স-রে করাতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, বর্তমানে এক্স-রে ফিল্ম মজুদে নেই। লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফিল্ম পেলে দ্রুত সেবা চালু হবে।

নাটোর সিভিল সার্জন ডা. মোহাম্মাদ মুক্তাদির আরেফীন বলেন, নতুন অর্থ বছরের বরাদ্দ এখনো আসেনি। বরাদ্দ পেলে সমস্যা সমাধান হয়ে যাবে। আশা করছি, দ্রুতই এক্স-রে সেবা চালু হবে।

NJ
আরও পড়ুন