ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

চলনবিলের বুকে কবিতা পাঠ-সাহিত্য আড্ডা

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৬:০৮ পিএম

নাটোরের সিঙড়ায় চলনবিলের মনোমুগ্ধকর পরিবেশে কবিতা পাঠ, সাহিত্য আড্ডা, ও স্মৃতিচারণের মাধ্যমে এক ব্যতিক্রমী নৌকাভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে নাটোরের স্বেচ্ছাসেবী সংগঠন 'অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদ'।
 
এই আয়োজনে একঝাঁক নবীন ও প্রবীণ কবি, সাহিত্যিক, লেখক এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। নৌকাযোগে তারা চলনবিলের কুন্দইল, তিশিঘালী, বিলশা এবং ১০ নম্বর ব্রিজের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।
 
অনির্বাণ সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি এস এম রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় আয়োজিত এই সাহিত্য আসরে প্রবীণ কবি আবুল হোসেন, আজাহার আলী, বাকি বিল্লাহ রশিদী, জুলহাজ কায়েম এবং তরুণ কবি সামাউন ও রনজু রাহাতসহ অনেকে স্বরচিত কবিতা পাঠ করেন।
 
সাহিত্য আড্ডা শেষে পরিষদের পক্ষ থেকে ৩ প্রবীণ কবির হাতে গুণীজন সম্মাননা পুরস্কার তুলে দেওয়া হয়। এ ধরনের ব্যতিক্রমী আয়োজন চলনবিলের সাহিত্য ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করতে সাহায্য করবে বলে মনে করছেন আয়োজকরা।
NJ
আরও পড়ুন