জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে মুক্তিযোদ্ধাদের সর্বসম্মতিক্রমে ৭ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটির আহ্বায়কের দায়িত্ব পান বীর মুক্তিযোদ্ধা ও সাবেক থানা বিএনপির সভাপতি আব্দুর রব বুলু। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমান এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান।
অন্যান্য সদস্যরা হলেন- বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, বাবলু হোসেন, ইসমাইল হোসেন ও আবদুল সাত্তার।
নবনির্বাচিত আহ্বায়ক আব্দুর রব বুলু বলেন, আমি যতদিন দায়িত্বে থাকবো, পাঁচবিবি উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। মুক্তিযোদ্ধাদের ভাগ্যোন্নয়ন ও কল্যাণে সর্বদা তাদের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
নতুন কমিটিকে অভিনন্দন জানিয়েছেন জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু।
এছাড়াও শুভেচ্ছা ও সমর্থন জানান পাঁচবিবি থানা বিএনপির সভাপতি আলহাজ্ব সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট, সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম পিন্টু, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা আবু তাহের, যুবনেতা সাব্বিরসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
এই আহ্বায়ক কমিটি আগামী দিনে উপজেলার মুক্তিযোদ্ধাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখবে বলে সকলের প্রত্যাশা।
