ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নাটোর টেক্সটাইল ইনস্টিটিউট

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৪ এএম

শিক্ষার্থীদের ওপর দুই দফায় হামলার প্রতিবাদে দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করেছে নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পরে পুলিশ রাতের মধ্যে হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা জানায়, সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী জাকারিয়ার নাঈম নাটোর টেক্সটাইল ইনস্টিটিউটের বাইরে একটি রেস্টুরেন্টে খেতে গেলে স্থানীয়রা তাকে মারধর করে। দুপুরেই শিক্ষকেরা বিষয়টি মিমাংসা করে দেন।

এরপর সন্ধ্যায় ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী পিয়াস একই রেস্টুরেন্টে খেতে গেলে স্থানীয়রা তাকে তুলে নিয়ে যেয়ে বিলে নেন এবং মারধর করে। খবর পেয়ে শিক্ষার্থীরা পিয়াসকে উদ্ধার করে আনে।

হামলাকারীদের গ্রেফতারের দাবিতে রাত পৌনে ৮টার দিকে শিক্ষার্থীরা নাটোর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এসময় রাস্তার দুই পাশে যানবহন আটকা পড়ে। পরে পুলিশ হামলাকারীদের গ্রেফতারের আশ্বাস দিলে রাত সোয়া ৯টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
 
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানিয়েছেন, হামলাকারীদের আটক করার জন্য অভিযান চলছে।

আরও পড়ুন