উন্নয়ন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রংপুর মহানগরীর বেশ কিছু এলাকায় আগামীকাল শনিবার (২০ ডিসেম্বর) টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
নেসকোর বিক্রয় ও বিতরণ বিভাগ-১, রংপুরের নির্বাহী প্রকৌশলী মো. মকছেদুল ইসলাম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি শাপলা ও আবহাওয়া ফিডারের আওতাধীন লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যেসব এলাকা
রংপুর নগরীর শাপলা ফিডারের আওতায়: চন্দ্রার মোড়, চারতলা মোড়, শাপলা তেলের পাম্প, চামড়া পট্টি, গ্র্যান্ড হোটেল মোড় রাস্তার দুই ধার, প্রেস ক্লাব গলি, জাহাজ কোম্পানি মোড় হতে দেওয়ান বাড়ি ট্রান্সফরমার, শাহ আমানত শপিং কমপ্লেক্স, আগমনী কাউন্টার ও আদর্শ স্কুল মোড় সংলগ্ন এলাকা।
আবহাওয়া ফিডারের আওতায়: নগরীর আবহাওয়া অফিস এলাকা, চারতলা মোড়, বীকন মোড়, বউ বাজার, আলমগীর মসজিদ, করণজাই রোড, সেনপাড়া, এরশাদের বাসার দক্ষিণ রোড, মুলাটোল হকের গলি ও রতন স্পোর্টিং ক্লাব সংলগ্ন এলাকা।
সাতক্ষীরায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ