সাতক্ষীরায় ওসমান হাদি হত্যার প্রতিবাদে গায়েবানা জানাজা ও বিক্ষোভ

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৫:০০ পিএম

ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজের পর ছাত্র শিবির-এনসিপি ও ছাত্র পরিষদের আয়োজনে খুলনা রোড মোড়ে শহীদ হাদীর গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, শহর শিবিরের সেক্রেটারী মেহেদী, শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হোসেন, ছাত্র অধিকার পরিষদের আল ইমরান ইমুসহ অন্যরা।

বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ আর বাংলাদেশে চলতে দেয়া হবে না। আধিপত্যবাদের রাজনীতি বাংলাদেশে আর চলবে না। আওয়ামী সন্ত্রাসীরা ওসমান হাদিকে হত্যা করেছে। হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত