টানা চার দিনের ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের পর অবশেষে ঠাকুরগাঁওয়ে সূর্যের আলো দেখা গেছে। বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সূর্যের আলো দেখা গেছে। পূর্ব আকাশে রোদ উঠার সঙ্গে সঙ্গে চারপাশে ছড়িয়ে পড়ে উষ্ণতা, যা কৃষক ও খেটে খাওয়া মানুষের মধ্যে কিছুটা স্বস্তি ফিরিয়েছে।
কয়েক দিন ধরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। বিশেষ করে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ সকালে কাজে বের হতে চরম ভোগান্তিতে পড়ছিলেন। সূর্যের আলো পাওয়ায় এখন কাজ শুরু করা কিছুটা সহজ হয়েছে।
ঠাকুরগাঁও সদর উপজেলার কৃষক কাশেম আলী জানান, টানা কয়েকদিন সূর্য না থাকায় বোরো ধানের বীজতলার ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু রোদ ওঠায় তাদের মধ্যে অনেকটা ভরসা ফিরে এসেছে।
সদর উপজেলার আরেক কৃষক মোস্তাফিজুর রহমানও বলেন, শীত বেশি পড়লে বীজতলা পচে যাওয়ার ঝুঁকি থাকে। আজ সূর্যের আলো পাওয়ায় ক্ষতির আশঙ্কা অনেকটা কমে গেছে।
ঠাকুরগাঁও ইক্ষু গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা সোহরাব হোসেন জানান, আগামী কয়েক দিনে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা নাসিরুল আলমও জানান, শৈত্যপ্রবাহে বোরো বীজতলা নিয়ে উদ্বেগ ছিল, কিন্তু সূর্য ও তাপমাত্রা বাড়ায় ক্ষতির ঝুঁকি এখন কমেছে।
