গাইবান্ধায় দুই ট্রাকের সংঘর্ষে চালকসহ নিহত ২

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৮:১৮ এএম

গাইবান্ধায় বালু বোঝাই ট্রাকের সংঙ্গে অপর একটি বালু বোঝাই ট্রাকের সংঘর্ষে ট্রাকের চালকসহ দুই জন নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কালিতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ড্রাম ট্রাক দ্রুত গতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেমে থাকা একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে চলন্ত বালুবাহী ট্রাকটির চালক ও তার সাথে থাকা এক ব্যাক্তি ঘটনাস্থলেই প্রাণ হারান। থেমে থাকা ট্রাকে লোক না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

নিহত ট্রাকের চালক আব্দুর রহিম (৪২) টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার আইয়ুব আলীর ছেলে এবং সাথে থাকা চাঁন মিয়া (৩৫) জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রতনপুর গ্রামের গেন্দা শেখের ছেলে। তিনি পেশায় কাপড় ব্যবসায়ী।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান,  খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এছাড়া দুর্ঘটনার শিকার দুটি বালু বোঝাই ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে। 

AHA
আরও পড়ুন