ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গাইবান্ধায় বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক দম্পতির মর্মান্তিক মৃত্যু

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৬:৪৭ পিএম

গাইবান্ধায় চোর থেকে বাচাঁর জন্য সেচ পাম্পের ঘড়ে দেয়া বিদ্যুৎতে পৃষ্ট হয়ে এক কৃষক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০ আগষ্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বরমতাইর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওই গ্রামের কাসেদ আলী (৫০) ও তার স্ত্রী আলেমা বেগম (৩৫)। কাসেদ আলী ওই গ্রামের মৃত-মজিবর রহমানের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, বরমতাইর গ্রামের সেচ পাম্প মালিক চোর থেকে বাচাঁর জন্য সেচ পাম্পের ঘড়ে বিদ্যুৎতের তার দিয়ে রাখতেন। দুপুরে পাশের ধানের জমিতে কাজ করার এক পর্যায়ে প্রচন্ড রোদ থেকে বাচাঁর জন্য সেচ পাম্পের ঘরের ছায়ায় বসলে কাসেদ আলী ও তার স্ত্রী আলেমা বেগম বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যান।

পরে স্থানীয় কৃষকরা তাদের মরদেহ সেচ পাম্পের সামনে পড়ে থাকতে দেখে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

গাইবান্ধা সদর থানার ওসি তদন্ত সেরাজুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

HK/WA
আরও পড়ুন