দ্রুত স্থানীয় নির্বাচন চান আসিফ মাহমুদ

‘রাজনৈতিক সংগঠন ও সরকারেরর উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত হলে আমরা হয়তো খুব দ্রুত একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবো।’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পিএম

দ্রুত স্থানীয় নির্বাচন চান স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায়  উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া।

তিনি বলেন, ‘সরকারি কর্মকর্তাদেরকে দিয়ে সঠিকভাবে নাগরিক সেবা দেয়া সম্ভব নয়। এতে নাগরিকরা হয়রানির শিকার হচ্ছে,কাজে সময় ক্ষেপন হয়। এসব চ্যালেঞ্জগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে। তাছাড়া একেকজন সরকারি কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে। তাই রাজনৈতিক সংগঠন ও সরকারেরর উচ্চ পর্যায়ের একটা সিদ্ধান্ত হলে আমরা হয়তো খুব দ্রুত একটা স্থানীয় সরকার নির্বাচন দিতে পারবো।’

বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ে আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে শীতবস্ত্র বিতরণ  ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘সরকারের অন্যতম উদ্যেশ্যে ও এজেন্ডা হচ্ছে সংস্কার কার্যক্রম। বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে যেভাবে ধ্বংস করেছে। আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। আমরা সমস্ত প্রতিষ্ঠানগুলোকে সংস্কার করতে চাই।’

উপদেষ্টা বলেন, ‘সাম্প্রতিক সময়ে ফ্যাসিবাদী সরকারের পতনের পরে যেই পরাশক্তিগুলো এটাকে গ্রহণ করতে পারেনি,মেনে নিতে পারেনি তারা বাংলাদেশের ব্যাপারে প্রপাগান্ডা চালিয়েছে।’

আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পঞ্চগড়ের সমন্বয়ক ফজলে রাব্বী, আটোয়ারী উপজেলা বিএনপির আহ্বায়ক এজেএম বজলার রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইউনুস আলী খান প্রমুখ।

RA
আরও পড়ুন