ঢাকা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঠাকুরগাঁওয়ে 'ইত্যাদি' অনুষ্ঠানে মারমারি-ভাঙচুর

হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ।’

আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ০৯:২২ এএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ চলাকালে চেয়ারে বসাকে কেন্দ্র করে ভাঙচুর ও মারামারি ঘটনা ঘটেছে। একপর্যায়ে অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যার পর উপজেলার রাজবাড়ীতে অনুষ্ঠানস্থলে এই পরিস্থিতি সৃষ্টি হয়।

স্থানীয় ও আয়োজরা জানান, অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষের প্রবেশ পাসের ব্যবস্থা করেছিল ইত্যাদি কর্তৃপক্ষ। তবে অনুষ্ঠানে লাখো মানুষের সমাগম হয়। একপর্যায়ে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি হলে ভাঙচুর ও মারামারি হয়। আয়োজকরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। উপায় না পেয়ে অনুষ্ঠানের মাঝপথে এসে তা স্থগিত করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। এরপর আবারও অনুষ্ঠান শুরু করলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এবার পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, ইত্যাদি কর্তৃপক্ষ ও স্থানীয় নেতারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেননি। পরে বাধ্য হয়ে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করেন ‘ইত্যাদি’ পরিচালক হানিফ সংকেত।

অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত বলেন, ‘অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্যই একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম। তবে সেটা আর সম্ভব হলো না। পারলাম না, আমি ব্যর্থ।’

RA/KK
আরও পড়ুন