ঢাকা
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আবু সাঈদসহ আরও ৪ শহীদের মামলা তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল

আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১০:৫৭ পিএম

জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদসহ রংপুরের আরও ৪ শহীদের মামলার তদন্ত করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মঙ্গলবার (২১জানুয়ারি) রংপুর নগরীর সিটি বাজার এলাকায় সরেজমিনে তদন্ত, সাক্ষ্য গ্রহণসহ নানা তদন্ত কার্যক্রম বাস্তবায়ন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এসএম মঈনুল করীম, তানভীর হাসান জোহা, ইনভেস্টিগেটিভ অফিসার মোঃ আলমগীর।

তারা তদন্তের পাশাপাশি আহত ও শহীদ পরিবার এবং প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে নানা ধরনের তথ্য-প্রমাণ সংগ্রহ করেন। এ সময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিতের দাবি জানান ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

অপরদিকে আসামীদের চিহ্নিত করে ডিজিটাল তথ্য ব্যবস্থাপনার মাধ্যমে শাস্তি নিশ্চিতে কাজ করার কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার মঈনুল করীম বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলাটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে গেছে। যেহেতু আমরা আবু সাঈদ হত্যা মামলা তদন্তে রংপুরে এসেছি।

তাই জুলাই বিপ্লবে শহীদ আরও ৪ হত্যা মামলা তদন্ত করেছি। আমরা সাক্ষীদের জবানবন্দী, সাংবাদিক ও ফ্রিল্যান্সারদের কাছ থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি এবং আরও কিছু করব। তিনি বলেন, হত্যাকান্ডের স্থানগুলো চিহ্নিত করে স্কেচ ম্যাপ তৈরি করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ভূল নাম গেলেও তাদের বিরুদ্ধে মামলার সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে না। তদন্তের পর আসামীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তদন্তকারী কর্মকর্তা নিষ্ঠার সাথে কাজ করবে এটি প্রত্যাশা করি এবং তারা সহযোগিতা চাইলে আমরা করবো।

MMS