ঢাকা
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ৮ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রংপুরে ৫ম শ্রেণির শিশু শিক্ষার্থী ধর্ষণ: মামলা প্রত্যাহারের হুমকি

আপডেট : ২৭ মে ২০২৫, ১০:৩৯ পিএম

পঞ্চম শ্রেণির শিশু শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি ঘটেছে রংপুরের পীরগাছায় উপজেলার কল্যাণী ইউনিয়নের বিহারি ফতা গ্রামে। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ৫০ হাজার টাকার বিনিময়ে এই ঘটনাটি চাপা দিতে চেষ্টা করছেন। পাশাপাশি, মামলা প্রত্যাহারের জন্য ভুক্তভোগীর পরিবারকে হুমকিও দেওয়া হচ্ছে।  

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০ মে বিহারি ফতা গ্রামে ভুক্তভোগী শিশুটির নানা ফরমান আলীর বাড়িতে বেড়াতে আসে। সেদিন সন্ধ্যায় নানার প্রতিবেশীর বাড়ি থেকে দুধ আনতে গেলে স্থানীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহেব আলী শেখ তাকে প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। ঘটনার পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে, ২৩ মে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা আব্দুল মজিদ মিয়ার বাড়িতে বৈঠক করে ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করেন।  

ভুক্তভোগীর নানা ফরমান আলী অভিযোগ করেন, ‘আবু বকর, খলিল মিয়া, নায়েব আলী ও আবুল হোসেন নামের প্রভাবশালী ব্যক্তিরা টাকার বিনিময়ে মামলা মিটিয়ে দিতে চাপ দিচ্ছেন। তারা আমাদের হুমকিও দিচ্ছেন।’

স্থানীয়রা জানান, এই প্রভাবশালী ব্যক্তিরা প্রায়শই অর্থের বিনিময়ে এমন অপরাধ নিষ্পত্তি করে থাকেন।  

সাহেব আলী শেখের বিরুদ্ধে এর আগেও একাধিক ধর্ষণের অভিযোগ রয়েছে বলে স্থানীয়রা দাবি করেন। তবে ক্ষমতা ও অর্থের জোরে সে সবকিছু ধামাচাপা দিতে সক্ষম হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মঞ্জু জানান, সাহেব আলীর ছেলে বেলাল তাকে হুমকি দিয়েছে, ‘সালিশ হওয়ার পরও কেন মামলা হলো?’

মাহিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুস নিশ্চিত করেছেন যে, শিশু ধর্ষণের ঘটনায় ২৫ মে একটি মামলা (মামলা নম্বর-০৭) দায়ের করা হয়েছে। তবে অভিযুক্ত প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে কোনো মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।

MMS
আরও পড়ুন