ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

প্রেমের টানে বাংলাদেশে চীনা যুবক

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৮:৫২ এএম

দিনাজপুরের বিরল উপজেলায় প্রেমের টানে সুদূর চীন থেকে ছুটে এলো ইউয়ান জিয়াওক্সিয়াং (২৬) নামের এক চীনা যুবক।

সোমবার (১১ আগষ্ট) বিরল উপজেলার ১০ নম্বর রাণীপুকুর ইউনিয়নের কাজিপাড়া শিমুলতলা গ্রামে  এক কিশোরীরর বাড়িতে প্রেমিক চীনা যুবক কে এক নজর দেখার জন্য শত শত উৎসুক জনতা ভিড় করে।

প্রেমিক যুবক ইউয়ান জিয়াওক্সিয়াং পেশায় একজন নির্মাণ কর্মী। তার বাড়ি চীনের তাইকো জিয়াংসু এলাকায়। তার বাবা মৃত ইউয়ান সিকি এবং মা লিউ ফেনহং। 

প্রায় ১ বছর আগে উপজেলার কাজিপাড়া শিমুলতলা গ্রামের অটোচালক নুর হোসেনের (বাবু) মেয়ে সুরভী আক্তার (১৯) এর সাথে ভার্চুয়াল হ্যালো ট্যাক অ্যাপসের মাধ্যমে তাদের দু’জনের পরিচয় হয়। এরপর ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে দু’জনের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্ব পরে তা গড়ায় প্রেম পর্যন্ত। পরে চীনা যুবক ইউয়ান জিয়াওক্সিয়াং প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলে সুরভী রাজি হয়ে যান। 

এক পর্যায় প্রেমিক যুবক ইয়ং সং সং প্রেমিকা সুরভী আক্তারের টানে গত ৪ আগস্ট সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে আসেন। পরে তারা এক হুজুরের (মৌলভী) এর কাছে যান এবং চীনা যুবক সেচ্ছায় ইসলাম ধর্মগ্রহণ করেন। পাশাপাশি ইসলামী শরিয়াহ মোতাবেক দুইজনেই বিয়ে করেন। ১০ আগস্ট রোববার প্রেমিকা সুরভী আক্তারের বাড়িতে চলে আসে ইয়ং সং সং।

সুরভীর বাবা নুর হোসেন বাবু বলেন, ‘আমার দুই মেয়ে। তারা মায়ের সঙ্গে ঢাকায় থাকে। আমার বড় মেয়ের সঙ্গে চীনা নাগরিকের পরিচয় হয় এবং তারা একে অপরকে পছন্দ করে। বাংলাদেশে এসে সে আমার মেয়েকে বিয়ে করেছে। এটা জানার পর ৯ আগস্ট আমি তাদের ঢাকার গাজীপুর থেকে দিনাজপুরে নিয়ে এসেছি।’

স্থানীয় ও পরিবারের সূত্রে জানা যায়, সুরভীর পরিবারের সদস্যরা বিষয়টি তারা বেশ উপভোগ করছেন এবং আনন্দিত। কষ্টে বড় হওয়া সুরভী আক্তার বিয়ের পর চীনা নাগরিক স্বামীর সাথে চীনে গিয়ে যেন সুখে শান্তিতে জীবন কাটাতে পারেন সেই দোয়া করছেন তারা। 

AHA
আরও পড়ুন