ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বাংলাবান্ধা দিয়ে নেপালে গেলো ৫৯০ টন পাট ও ৮৪ টন আলু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা। পঞ্চগড়ের এ বন্দরটি দিয়ে কৃষি পণ্য হিসেবে বর্তমানে নেপালে নিয়মিত রপ্তানি হচ্ছে পাট ও আলু। এবার একদিনেই দেশটিতে ৫৯০ মেট্রিকটন পাট এবং ৮৪ মেট্রিকটন আলু রপ্তানি করা হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন পরিদর্শক উজ্জল হোসেন।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে তিনি জানান, গতকাল বন্দরটি দিয়ে নেপালে ৫৯০ মেট্রিকটন পাট এবং ৮৪ মেট্রিকটন আলু রপ্তানি করা হয়েছে। মেসার্স আব্দুল করিম এন্টারপ্রাইজ, মেসার্স রাসেল এন্টারপ্রাইজ, মেসার্স তাসফিয়া জুট ট্রেডিং, মেসার্স বালাজি এন্টারপ্রাইজ, মেসার্স সুবল কুমার সরকার, আসিবা জুট ইন্টারন্যাশনাল, মেসার্স ম্যাক্সি জুট ও বগুড়া জুট মিল লিমিটেডসহ একাধিক প্রতিষ্ঠান এসব পাট রপ্তানি করেছে।

এ নিয়ে এখন পর্যন্ত নেপালে পাট রপ্তানি হলো ১৮ হাজার ৬৪৩ মেট্রিকটন। আর রপ্তানিকৃত ৮৪ মেট্রিকটন আলু মিলিয়ে এ পর্যন্ত নেপালে ২৪ হাজার ৮৪৩ মেট্রিকটন আলু রপ্তানি হয়েছে।


উজ্জ্বল হোসেন আরো জানান, সরকারের কৃষিপণ্যের মান রক্ষা এবং গুণগত মান নিশ্চিত করতে আমরা প্রতিটি চালান পরীক্ষা করছি। নিরাপদ ও সুস্থ পণ্য সরবরাহ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

বাংলাবান্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা চতুর্দেশীয় বাণিজ্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আমরা প্রতিদিনই রপ্তানি কার্যক্রম তদারকি করছি, যাতে ব্যবসায়ীরা নির্বিঘ্নে কার্যক্রম চালাতে পারেন।

NJ
আরও পড়ুন