ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় বর্ণাঢ্য র‍্যালি করেছে দলটির নেতাকর্মীরা।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর)‎ দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জেলা বিএনপি কাযালয় থেকে বের হয় বর্ণাঢ্য র‍্যালিটি। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালিটি আবারো জেলা বিএনপি কাযালয়ে এসে শেষ হয়।

‎র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, জেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াছমিন (শোভা) ও সাধারণ সম্পাদক মৌসুমী বেগম তমাসহ অন্যান্যরা। র‍্যালিতে জেলা, উপজেলা ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা অংশ নেন।

NJ
আরও পড়ুন