ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

গঙ্গাচড়ার মহিপুরে সেতু রক্ষা বাঁধে ভাঙন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ পিএম

তিস্তা নদীর পশ্চিম পাশে দ্বিতীয় সংযোগ তিস্তা সেতু রক্ষা বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। স্থানীয় সূত্রে জানা গেছে, ৯০০ মিটার দীর্ঘ বাঁধের প্রায় ৬০ মিটার ইতোমধ্যেই ধসে গিয়ে প্রায় ৭০ ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে। রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনের হুমকিতে রয়েছে লালমনিরহাট–রংপুর আঞ্চলিক সড়ক এবং আশপাশের তিন গ্রামের প্রায় ১,২০০ পরিবার। 

স্থানীয়রা জানান, আগের দুই বারের বন্যায় বাঁধে ভাঙ্গন দেখা দিলেও সংশ্লিষ্ট দপ্তর নড়েচড়ে বসেনি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভাঙন প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ না নেওয়ায়, সেতু রক্ষা বেড়িবাঁধে তীব্র ভাঙন দেখা দিয়েছে ফলে হুমকির মুখে রয়েছে তিস্তা দ্বিতীয় সেতু।

বর্তমান পরিস্থিতিতে নদীতে পানি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বাঁধের ব্লকের নিচ থেকে তীব্র স্রোতে মাটি সরে গিয়ে বাঁধ ভেঙে যাচ্ছে। লক্ষীটারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী বলেন, উজানের ঢলে বাঁধের উল্টো দিকে চর পরায় নদীর পানি সরাসরি বাঁধে আঘাত হানছে। এতে সড়ক ও জনবসতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। দ্রুত জরুরি ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। 

গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, মহিপুরে তিস্তা সেতুর পশ্চিম অংশে ভাঙন শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা প্রকৌশলী ওবায়দুল রহমান জানান, রংপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী তিন মাস আগে সাইট পরিদর্শন করেছেন। তার পরের পদক্ষেপ জানার জন্য আমরা পুনরায় কথা বলবো।

২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর উদ্বোধন হওয়া দ্বিতীয় সংযোগ তিস্তা সেতুটি লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার সঙ্গে রংপুরের লক্ষীটারি ইউনিয়নের মহিপুরকে সড়কপথে যুক্ত করেছে। সেতুটি ৮৫০ মিটার দীর্ঘ এবং ৯.৬ মিটার প্রস্থের, এতে ১৬টি পিলার ও ১৫টি স্প্যান রয়েছে।

MMS
আরও পড়ুন