ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

রংপুরে বিএনপির মনোনয়ন পেলেন যারা

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৯:১৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে সম্ভাব্য চূড়ান্ত প্রার্থী ঘোষণা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার ( ৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন।

রংপুরের ছয়টি আসনে মনোনীত প্রার্থীরা হলেন- 
রংপুর-১ আসনের প্রার্থী মোকাররম হোসেন সুজন
রংপুর-২ আসনের প্রার্থী মোহাম্মদ আলী সরকার
রংপুর-৩ আসনের প্রার্থী সামসুজ্জামান সামু
রংপুর-৪ আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা
রংপুর-৫ আসনের প্রার্থী গোলাম রব্বানী
রংপুর-৬ আসনের প্রার্থী সাইফুল ইসলাম।

ছয় প্রার্থীর মধ্যে রংপুর ২ (বদরগঞ্জ -তারাগঞ্জ) আসনের প্রার্থী মোহাম্মদ আলী সরকার সাবেক সংসদ সদস্য। তিনি জাতীয় পার্টির হয়ে ২০০১ সালে ওই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। পরে জাতীয় পার্টি ছেড়ে বিএনপিতে যোগ দেন।

এছাড়া রংপুর-১ (গঙ্গাচড়া ) আসনের প্রার্থী মোকাররম হোসেন সুজন সাবেক ইউপি চেয়ারম্যান ও সবশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন।

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) ও রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের প্রার্থী এমদাদুল হক ভরসা এবং সাইফুল ইসলাম ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছিলেন।

রংপুর-৩ (সদর) ও রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের প্রার্থী সামসুজ্জামান সামু এবং গোলাম রব্বানী এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ করবেন।

FJ
আরও পড়ুন