ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ডোমারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের কো-অর্ডিনেশন সভা

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম
নীলফামারীর ডোমারে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে উপজেলা কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
 
রোববার (৯ নভেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজস্ব কনফারেন্স রুমে কো-অর্ডিনেশন সভার আয়োজন করেন।
 
সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী জানান, উপজেলায় টিসিভি ক্যাম্পেইনে ৮০ হাজার ৮১৩ জনের টিকাদান লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
 
তার মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানে ৫০ হাজার ৯১৯ জন ও কমিউনিটি লক্ষ্যমাত্রা ৩০ হাজার ৮৯৭ জন। নিবন্ধনকৃত শিক্ষার্থী ৪০ হাজার ৬৬৭ জন এবং কমিউনিটি নিবন্ধিত শিশু ২৯ হাজার ২৮০ জন।
এদের মধ্যে শিক্ষার্থী টিকাপ্রাপ্ত ৫০ হাজার ৬৬২ জন, যা অর্জনের হার ৯৯%। কমিউনিটি নিবন্ধিত শিশু টিকাপ্রাপ্ত ২০ হাজার ২৯৭ জন, যা অর্জনের লক্ষ্যমাত্রা ৭০%।
 
আগামী ১৪ নভেম্বর টিকাদান ক্যাম্পেইন শেষ হওয়ার তারিখ পর্যন্ত টিকা না পাওয়া ১০ হাজার ৬০০ জন শিশুদের টিকার আাওতায় নিয়ে আসতে সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করে পাশ্ববর্তী টিকাদান কেন্দ্রগুলোতে শিশুদের টিকা নেওয়ার আহ্বান করেন তিনি।

এ সময় ডা.কামরুল হাসান নোবেল, ডা. সোহান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, সমাজসেবা কর্মকর্তা মো. ফিরোজুল ইসলাম ও ইসলামী ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার এমতাজ উদ্দেন প্রমুখ উপস্থিত ছিলেন।
NJ
আরও পড়ুন