রংপুরের কাউনিয়ায় অটোরিকশার ধাক্কায় আব্দুল মজিদ (৮০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) সকালে কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের জমিরের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মজিদ ওই এলাকার মৃত্যু মফিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আব্দুল মজিদ রাস্তা দিয়ে পায়ে হেঁটে কাউনিয়ায় উদ্দেশ্যে জমিরের মোড় এলাকায় পৌঁছালে দ্রুতগতির একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় পথচারীর মৃত্যু