আওয়ামী লীগ সরকারের শাসনামলে বহুল আলোচিত ‘আয়নাঘর’ বা জেআইসি সেলে গুম ও নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় তিন সেনা কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকা সেনানিবাসের বিশেষ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়।
হাজির করা তিন কর্মকর্তা হলেন- ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজহার সিদ্দিকী। এ মামলার প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ১৩ জন। শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ বাকি ১০ জন পলাতক রয়েছেন।
ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চে আজ স্টেট ডিফেন্স ও আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। এর আগে গত ৭ ডিসেম্বর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ৫টি অভিযোগ এনে ১৩ আসামির বিরুদ্ধে চার্জ গঠনের আবেদন করেন। তিনি ২০১৫ থেকে ২০২৪ সাল পর্যন্ত জেআইসি সেলে ২৬ জন ভুক্তভোগীর ওপর চালানো পৈশাচিক নির্যাতনের বর্ণনা তুলে ধরেন।
এদিকে, পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ দেওয়া হয়েছে। শেখ হাসিনার আইনজীবী হিসেবে মো. আমির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২২ অক্টোবর এই তিন সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন আদালত।
আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন হাসনাত