সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪- ২০২৫ এ সভাপতি এবং সম্পাদক সহ সকল পদে ভোট পুনঃ গণনার আবেদন করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলে সভাপতি প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শনিবার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বরাবরে এ আবেদন করেন তিনি।
আবেদনে বলা হয়েছে, আমি, এ এম মাহবুব উদ্দিন খোকন, গত ৬ ও ৭ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৪-২০২৫ এ সভাপতি পদের একজন প্রার্থী। আমার নিয়োজিত এজেন্ট বৃন্দ ভোট গণনার সময় অনিয়মের বিষয়ে মৌখিক আপত্তি ও অভিযোগ জানায়। শনিবার (৯ মার্চ) ভোট গননাকালে আমার প্রাপ্ত অনেকগুলো ভোট আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ভোট হিসেবে গণনা করে ফলাফল সীট প্রস্তুত করা হয়।
আবেদনে আরও বলা হয়, তাৎক্ষণিকভাবে আপত্তি দাখিল করলে নির্বাচন কমিশনের সদস্যরা আমার এজেন্টের সাথে খারাপ ব্যবহার করে এবং অভিযোগটি আমলে না নিয়ে ভোট গননা সম্পূর্ন করে। এছাড়াও ১০০ বান্ডেলের অনেক বান্ডেলে ১৩০টি পর্যন্ত ব্যালট পাওয়া যায় ও গণনা করা হয়।
