ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

শেখ রেহানা ও স্বজনদের বিরুদ্ধে এনবিআরের সাক্ষ্য

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

রাজউকের পূর্বাচল আবাসিক প্রকল্পে মিথ্যা তথ্য ও হলফনামা দিয়ে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে দায়ের করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) তিন মামলায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন।

তাদের সাক্ষ্যে উঠে আসে, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক, এবং আজমিনা সিদ্দিক পূর্বাচলে প্লট পেতে মিথ্যা তথ্য দিয়েছেন ও হলফনামা দাখিল করেছেন।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে আজ চতুর্থ দিনের মতো এই মামলায় সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় এনবিআরের কর্মকর্তারা বলেন, অভিযুক্তরা নিজেদের ‘প্লটবিহীন’ দাবি করে আবেদন করলেও তাদের নামে বা ঘনিষ্ঠ আত্মীয়দের নামে পূর্বে প্লট থাকার তথ্য পাওয়া গেছে।

সাক্ষীদের বক্তব্যের ভিত্তিতে দুদকের আইনজীবীরা বলেন, শেখ হাসিনা ও তার আত্মীয়, যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিকের প্রভাব কাজে লাগিয়ে আসামিরা পূর্বাচলে ৩০ কাঠার প্লট বরাদ্দ নেন।

এদিন শেখ হাসিনার পক্ষে দুদকের মামলা পরিচালনার জন্য আদালতে আবেদন করেন এক আইনজীবী। তবে এই মামলায় পলাতক আসামির রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর বিধান না থাকায় আদালত আবেদন খারিজ করেন।

এর আগে শেখ রেহানার পক্ষে আদালতে একটি চিঠি উপস্থাপন করা হয়, যেখানে শেখ হাসিনার অনুমোদনের ভিত্তিতে প্লট বরাদ্দের সুপারিশ করা হয়েছিল। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে নিয়মবহির্ভূত নির্দেশনা প্রেরণের প্রমাণ দাখিল করা হয়।

এই মামলায় এর আগে জব্দতালিকার ৪৪টি গুরুত্বপূর্ণ নথির ওপর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ তারিখ নির্ধারণ করা হবে পরবর্তী শুনানিতে।

DR/MMS
আরও পড়ুন