ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকার আদালতে বিচারকের সামনে সাংবাদিককে মারধর

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

ঢাকার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় সাংবাদিক মঞ্জুরুল আহসান পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হয়েছেন এক সাংবাদিক।

আইনজীবীদের দ্বারা সংঘটিত এ হামলায় সময় টিভির প্রতিবেদক আসিফ হোসাইন সিয়াম আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্ল্যাহ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রচলিত নিয়ম অনুযায়ী বিচার কার্যক্রম শুরুর আগে বিচারক আদালতে আইনজীবী ও সাংবাদিক ছাড়া অন্যদের বেরিয়ে যেতে বলেন।  এ সময় কয়েকজন আইনজীবী নিউ এজের এক সাংবাদিককে বের করে দিতে চান। তখন আসিফ হোসাইন সিয়াম বলেন, উনি সাংবাদিক। তাকে বের করে দিতে বাধা দেয়।  

আহত সাংবাদিক আসিফ হোসাইন সিয়াম বলেন, ‘ওই সাংবাদিককে যেন রুম থেকে বের করে না দেয় তার পরিচয় বলি সেও এক জন সাংবাদিক। এক কথা বলার পরেই  এক আইনজীবী আমার নাক ও মুখ বরাবর ঘুষি মারেন। আমি তাৎক্ষণিক বিচারককে বলি, মাননীয় আদালত আপনার উপস্থিতিতে আমার ওপর হামলা হয়েছে। এ কথা বলার সঙ্গে সঙ্গে হামলাকারী আইনজীবীসহ আরও কয়েকজন আমাকে বের করে দেয়ার চেষ্টা করেন’।

এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, সাংবাদিক পান্নার মামলা কাভার করতে গিয়ে ম্যাজিস্ট্রেটের সামনে আইনজীবীদের হামলার শিকার হয়েছেন সহকর্মী আসিফ মোহাম্মদ সিয়াম। বিশৃঙ্খলার মধ্যে দ্রুত আদালত কক্ষ ত্যাগ করেন মহানগর জজ হাসিব উল্ল্যাহ পিয়াস। হামলাকারীদের এখনো চিহ্নিত করা যায়নি।

তবে নেপথ্যে বিএনপির কয়েকজন আইনজীবী জড়িত বলে জানিয়েছেন উপস্থিত একজন সাংবাদিক।

MH/MMS
আরও পড়ুন