ঢাকা
মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

আইন ও বিচার বিভাগের সচিব হলেন বিচারক লিয়াকত আলী

আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১১:৪২ এএম

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব পদে নিয়োগ পেয়েছেন লিয়াকত আলী মোল্লা। সোমবার (৬ অক্টোবর) আইন মন্ত্রণালয়ের প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরামর্শক্রমে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (চলতি দায়িত্ব) লিয়াকত আলী মোল্লা-কে আইন ও বিচার বিভাগের সচিব পদে পদায়ন করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এবং জনস্বার্থে জারিকৃত এই আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

মো. আজিজুল হক, যুগ্ম-সচিব (প্রশাসন-২) স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান উপদেষ্টার কার্যালয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে, গত ২৭ আগস্ট এক প্রজ্ঞাপনে মানিকগঞ্জের সিনিয়র জেলা দায়রা জজ লিয়াকত আলী মোল্লাকে আইন ও বিচার বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। পরে ২৮ আগস্ট দুপুরে আইন ও বিচার বিভাগের প্রশাসন-২ শাখার উপসচিব মো. আজিজুল হক স্বাক্ষরিত আরেকটি অফিস আদেশ জারি করা হয়। এতে লিয়াকত আলী মোল্লাকে আইন মন্ত্রণালয়ের সচিবের (চলতি দায়িত্ব) প্রদান করা হয়।

MH/AHA
আরও পড়ুন