ডিএমপি কমিশনারের ‘ভুয়া ফটোকার্ড’ ছড়ানোর বিষয়ে সতর্কতা

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৯ পিএম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে একটি ভুয়া ফটোকার্ড ছড়ানো হয়েছে উল্লেখ করে এ বিষয়ে সতর্ক করেছে ডিএমপি।

শনিবার (১৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো ডিএমপির উপকমিশনার (ডিসি-মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মুহাম্মদ তালেবুর রহমান জানান, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর ন্যক্কারজনক হামলা নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মো. সাজ্জাত আলীকে উদ্ধৃত করে কে বা কারা অসৎ উদ্দেশ্যে একটি ফটোকার্ড তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে বিভ্রান্তি তৈরির ঘৃণ্য অপচেষ্টা চালাচ্ছেন।’

তিনি সর্বসাধারণকে এসব গুজব ও মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছেন।
 
তালেবুর রহমান আরও বলেন, ওসমান হাদির ওপর হামলাকারীদের এরইমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

তবে একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ওই ঘটনা নিয়ে জনমনে অহেতুক বিভ্রান্তি তৈরি করার এহেন হীন ও গর্হিত কাজের সঙ্গে জড়িতদেরও শিগগির আইনের আওতায় নিয়ে আসা হবে।

ডিএমপির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ যে কোনো মাধ্যমে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করার জন্য সর্বসাধারণকে আবারও অনুরোধ করা হয়েছে।

AHA