হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়ক গ্রেপ্তার

আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৫ পিএম

নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে (৪২) গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। শুক্রবার (৪ অক্টোবর) ভোরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসি’এর ইউনিট তাকে গ্রেপ্তার করে।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের মিডিয়া সমন্বয়কারী ইমতিয়াজ সেলিমকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম গিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরিরকে ‘জঙ্গি’ উল্লেখ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন আইজিপি মো. ময়নুল ইসলাম।

উল্লেখ্য, ইমতিয়াজ সেলিমের বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে গত বছরের ১২ ডিসেম্বর রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছিল সিটিটিসি।

AHA/FI
আরও পড়ুন