সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৮২৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১২৭১ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫৫২ জনকে। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৮২৩ জনকে।
তবে অভিযানিক কার্যক্রমে উদ্ধার সংক্রান্ত তথ্য জানানো হয়নি।
মোহাম্মদপুরে গণপিটুনিতে নিহত ২