মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা শুরু

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৫, ০৪:২১ পিএম

কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের মেডিকেল (এমবিবিএস) ও ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা। শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় নির্ধারিত সময়ে দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে পরীক্ষা গ্রহণ শুরু হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে সকাল ৮টা থেকে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ শুরু করেন। নিয়ম অনুযায়ী সকাল ৯টা ৩০ মিনিটে কেন্দ্রের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়। এরপর আর কোনো পরীক্ষার্থীকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। বর্তমানে ভেতরে পরীক্ষা চলছে, আর কেন্দ্রের বাইরে অপেক্ষায় রয়েছেন হাজারো অভিভাবক। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশ।

এবারের ভর্তি পরীক্ষায় ‘মানবিক গুণাবলি’ নামে নতুন একটি বিষয় যুক্ত হওয়ায় পরীক্ষার সময় ১৫ মিনিট বাড়ানো হয়েছে। তাই সকাল ১০টায় শুরু হওয়া এই পরীক্ষা চলবে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত। মোট ১ ঘণ্টা ১৫ মিনিটের এই পরীক্ষায় শিক্ষার্থীদের ১০০টি এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে হবে।

এ বছর সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। এর বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। পরিসংখ্যানে দেখা গেছে, প্রতিটি আসনের জন্য লড়ছেন প্রায় ৯ জন (৯.৪০ জন) ভর্তিচ্ছু। আবেদনকারীদের মধ্যে ছাত্র ৪৯ হাজার ২৮ জন এবং ছাত্রী ৭৩ হাজার ৬০৪ জন।

পরীক্ষায় ১০০টি এমসিকিউ প্রশ্নের মানবণ্টন হলো: জীববিজ্ঞান-৩০, রসায়ন-২৫, পদার্থবিজ্ঞান-১৫, ইংরেজি-১৫ এবং সাধারণ জ্ঞান, প্রবণতা ও মানবিক গুণাবলি মূল্যায়ন-১৫। পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ-র ভিত্তিতে প্রাপ্ত নম্বর যোগ করে চূড়ান্ত মেধা তালিকা তৈরি করা হবে।

DR/AHA
আরও পড়ুন