আজ মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ 

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ এএম

আজ রোববার (১৪ ডিসেম্বর) দুপুরের পর প্রকাশ করা হতে পারে দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল। 

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ তথ্য জানান জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন।

অধ্যাপক নাজমুল হোসেন বলেন, ‘বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। বিপুলসংখ্যক খাতা মূল্যায়নের কাজ করতে হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দুপুরের পর ফল প্রকাশ করা সম্ভব হবে।’

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর জানান, এ পরীক্ষায় ৯৮ শতাংশের বেশি শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

শুক্রবার তিনি বলেছিলেন, ‘সার্বিকভাবে ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় মোট ৯৮.২২ শতাংশ ভর্তিচ্ছু শিক্ষার্থী উপস্থিত ছিলেন এবং অনুপস্থিতির হার ছিল ১.৭৮ শতাংশ। দ্রুত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজে মোট আসন সংখ্যা ১৩ হাজার ৫১টি। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৫ হাজার ১০০টি এবং সরকারি ডেন্টাল ইউনিটে ৫৪৫টি। বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ১টি এবং বেসরকারি ডেন্টাল কলেজে ১ হাজার ৪০৫টি আসন রয়েছে।

এ বছর ভর্তি পরীক্ষায় মোট আবেদনকারীর সংখ্যা ছিল ১ লাখ ২২ হাজার ৬৩২ জন। এর মধ্যে ৪৯ হাজার ২৮ জন পুরুষ এবং ৭৩ হাজার ৬০৪ জন নারী আবেদনকারী ছিলেন।

HN
সর্বশেষপঠিত