যান্ত্রিক ত্রুটির কারণে স্থগিত থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা সাড়ে ৩ ঘণ্টা পর পুনরায় শুরু করার সিদ্ধান্ত হয়েছে।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে উপাচার্যের কনফারেন্স রুমে নির্বাচন কমিশনার, বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র ভিপি-জিএস প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়। রাত সাড়ে ১১টায় বিষয়টি জানান নির্বাচন কমিশনার অধ্যাপক কানিজ ফাতেমা কাকলি।
তিনি বলেন, সবার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী প্রথমে প্রায় ৩০০ ভোট পড়েছে এমন একটি কেন্দ্রের ব্যালট হাতে গণনা করা হবে। এরপর সেই ব্যালট দুটি ভিন্ন কোম্পানির মেশিনে গণনা করা হবে। যে মেশিনের ফলাফল ম্যানুয়াল গণনার সঙ্গে সবচেয়ে কাছাকাছি হবে, সেই মেশিন ব্যবহার করে বাকি সব ভোট গণনা করা হবে।
তিনি আরও জানান, ভোট গণনার পুরো প্রক্রিয়ায় মাঝে মাঝে র্যান্ডমভাবে উভয় মেশিনে গণনা করা হবে। একই সঙ্গে কিছু ব্যালট হাতে গুনে পরে মেশিনে গণনা করে মিলিয়ে দেখা হবে, যাতে মেশিনের কার্যকারিতা নিশ্চিত করা যায়। সব ভোট গণনা শেষে একসঙ্গে জকসু নির্বাচনের ফল ঘোষণা করা হবে।
এর আগে রাত ১০টার দিকে উপাচার্যের কনফারেন্স রুমে ভিপি ও জিএস প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের বৈঠক অনুষ্ঠিত হয়।
এদিকে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম জানান, কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় ৩০০ ভোট কাস্ট হয়েছে- এমন একটি কেন্দ্রের ভোট প্রথমে ম্যানুয়ালি গণনা করা হবে। এরপর একই ভোট দুটি ওএমআর মেশিনে গণনা করে ফল মিলিয়ে দেখা হবে। যে মেশিনের ফল ম্যানুয়াল গণনার সঙ্গে মিলবে, সেটি দিয়েই পরবর্তী কেন্দ্রগুলোর ভোট গণনা করা হবে।
এই সিদ্ধান্ত অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের ২৭৮টি কাস্টিং ভোট দিয়ে নতুন করে ভোট গণনা শুরু করা হয়। এর আগে রাত ৯টা ২০ মিনিটে ওএমআর মেশিনে টেকনিক্যাল ত্রুটি দেখা দেওয়ায় ভোট গণনা স্থগিত করা হয়েছিল।
আগাম টিকিট কেটে চড়া দামে বিক্রি, রেলকর্মী আটক