ঢাকা
মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

জবিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৮ পিএম

জবি প্রতিনিধি : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সিএসই বিভাগের ভার্চুয়াল শ্রেণিকক্ষে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য (রুটিন দায়িত্ব) ও ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

তিনি বলেন বলেন, পারিবারিকভাবে সঠিক শিক্ষাদানের মাধ্যমে বয়োবৃদ্ধদের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ানো যায়। আর প্রবীণদের প্রতি আমাদের নৈতিক বাধ্যবাধকতা থাকা প্রয়োজন। বর্তমান সরকার বয়স্ক ভাতা চালু করায় তাদের জীবন যাত্রার মান আরো সহনীয় হয়ে উঠেছে।
 
সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রাজিনা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিরোজপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী সাঈফুদ্দীন।

সেমিনারের প্রথম সেশনে স্বাগত বক্তব্য দেন বিভাগীয় অধ্যাপক ড. মোস্তফা হাসান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন।

ডিন ‘পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশে প্রবীণ সুরক্ষা: বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় সেশনে ‘মনের মানুষ’ দলের অংশগ্রহণে লোক গান অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

BS
আরও পড়ুন