‘এসপিই প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড -২০২৪’ পেল চুয়েট

আপডেট : ০৬ জুলাই ২০২৪, ০৯:০৩ এএম

বিশ্বব্যাপী পেশাজীবী পেট্রোলিয়ম ইঞ্জিনিয়ারদের সংগঠন ‘সোসাইটি অফ পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারস (এসপিই)’। বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এই সংগঠনের স্টুডেন্ট চ্যাপ্টার রয়েছে। এ স্টুডেন্ট চ্যাপ্টারগুলো নিয়মিত পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে নানাভাবে কাজ করে যাচ্ছে। আর এই কাজের ধারাবাহিকতার জন্যেই চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার (CUET SPE Student chapter #6268) ‘এসপিই প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড-২০২৪’ অর্জন করেছে।

জানা যায়, এই পুরস্কার হলো পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং সোসাইটির সর্বোচ্চ সম্মাননা যা সারা বিশ্বের এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারগুলোর শুধুমাত্র শীর্ষ ১০ শতাংশ আবেদনকারীদের দেওয়া হয়। বিভিন্ন অনুষ্ঠান ও নিয়মিত কার্যক্রমের জন্য স্তরভিত্তিক মানবণ্টন শেষে সর্বোচ্চ র‍্যাংকধারী স্টুডেন্ট চ্যাপ্টারদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়। সংগঠনের কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা, সংগঠনে নতুন সদস্য যুক্ত করা এবং তাদের ক্রমবর্ধমান অগ্রগতিতে বিশেষ অবদানের জন্যই আন্তর্জাতিক এ পুরস্কার অর্জন করেছে চুয়েট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার।

এই অর্জনের অনুভূতি জানতে চাইলে চুয়েট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারের বিভাগীয় উপদেষ্টা ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং (পিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া বলেন, এসপিই প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড ২০২৪ প্রাপ্তিতে আন্তর্জাতিকভাবে চুয়েটের সুনাম আরও বৃদ্ধি পেয়েছে। আশা করি, চুয়েট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার তাদের বিভিন্ন গতিশীল কর্মকাণ্ডের মাধ্যমে ধারাবাহিকভাবে এই সুনাম বজায় রাখবে। এই চ্যাপ্টারের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার  জন্য সর্বদাই আমার সহযোগিতা থাকবে।

উল্লেখ্য, আগামী ২৫ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় বার্ষিক প্রযুক্তিগত সম্মেলন ও প্রদর্শনী অনুষ্ঠানে (ATCE -2024) চুয়েট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টারকে এই আন্তর্জাতিক সম্মাননা প্রদান করা হবে। এই সম্মাননা গ্রহণে প্রতিনিধিত্ব করবেন চুয়েট এসপিই স্টুডেন্ট চ্যাপ্টার-এর ফ্যাকাল্টি অ্যাডভাইজার ও পিএমই বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ ইসলাম মিয়া এবং পিএমই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জান্নাতুল কারিমুন।

ARS/FI