ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

কুবি শিক্ষার্থীর বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ

সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম অভিযুক্ত শিক্ষার্থীর ফোন চেক করে ঘটনার সত্যতা পান। পরে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম তদন্তের স্বার্থে মোবাইল ফোনটি জব্দ করেন।

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৩:০৯ পিএম

যৌন হেনস্তার অভিযোগ উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পীর বিরুদ্ধে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) এক নারী শিক্ষার্থী তার অভিভাবকসহ প্রক্টর বরাবর এই লিখিত অভিযোগ দেন।

অভিযোগপত্রে বলা হয়, গত ১ ডিসেম্বর সন্ধ্যায়  শিক্ষার্থী বায়েজিদ আহম্মেদ বাপ্পী ফোন দিয়ে ভুক্তভোগীকে দেখা করার জন্য চাপ দেয়।  পরে দেখা করতে গেলে নারী শিক্ষার্থীকে ক্যাম্পাসের পার্শ্ববর্তী নির্জন স্থানে নিয়ে শারীরিক হেনস্তা করে।  এছাড়া তার অনুমতি ছাড়া ছবি তুলে।

এসময় সহকারী প্রক্টর ড. নাহিদা বেগম অভিযুক্ত শিক্ষার্থীর ফোন চেক করে ঘটনার সত্যতা পান। পরে প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হাকিম তদন্তের স্বার্থে মোবাইল ফোনটি জব্দ করেন।

অভিযুক্ত বায়েজিদ আহম্মেদ বাপ্পী বলেন, আমি অভিযোগকারী শিক্ষার্থীকে পছন্দ করতাম। কিন্তু তাকে জোরপূর্বক নিয়ে যাইনি।

এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. আব্দুল হাকিম বলেন, প্রাথমিক সত্যতার ভিত্তিতে বায়েজিদকে হল ত্যাগের নির্দেশ দিয়েছি এবং তার ফোন জব্দ করা হয়েছে। অভিযোগপত্র আমরা প্রশাসন বরাবর পাঠিয়েছি।

RA/KK
আরও পড়ুন